দুই শালিক সিরিয়ালের আজকের নতুন পর্বের আপডেট,
পর্বের শুরুতে আমরা দেখি মাঝরাতে ঝিলিকের ঘুম ভেঙ্গে দেখে দেবা ঘরে নেই। তখন ও বলে দেবা আবার কোথায় গেল আবার ওর বউকে আনতে ছাতা বাড়িতে দৌড়ালো নাকি। তারপরে ঝিলিক নিজে ও ছাতাবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে ছাতা বাড়িতে গৌরব ওর মায়ের ঘরে আসে। এসে দেখে ওর মা নিচে পাটি মেলছে। ওর মাকে জিজ্ঞাসা করে কি হলো তুমি এখানে এটা কেন মেলছো। ওর মা তখন কি বলবে গৌরব কে ভেবে পায় না তারপর বলে যে এখানে একটু বসে সেলাই করবো। গৌরব ওর মাকে বলে আচ্ছা মা আঁখি সম্পর্কে তুমি কি কি জানো একটু বলবে প্লিজ। ওর মা বলে কেন তুই হঠাৎ এমন কথা কেন বলছিস। গৌরব বলে ওই যে রাধা মাসিকে নিয়ে আগ্রহ যেন বেড়েই চলেছে। ও আজকে বাইরের মহিলার জন্য আমার সাথে খারাপ ব্যবহার করেছে। আমি বলেছি রাধা মাসিকে আশ্রমে রেখে আসবো তাই ও কি বলে জানো। আমাকে বলে ওনাকে রেখে আসলে আমিও ওনার সাথে সাথে আশ্রমে চলে যাবো। গৌরবের মা বলে আঁখি এ কথা বলেছে। গৌরব বলে মা ওই ভদ্র মহিলার কে আখির সাথে ওনার কি সম্পর্ক। ওই মহিলা যে আশ্রমে থাকতেন ওই আশ্রমে আঁখি প্রতি বছরে ১০ হাজার টাকা করে ডোনেশন দেয়। এ বছর আমরা মামার বাড়িতে গেলে তখনও ওখানে ডোনেশন দিয়ে এসেছে। ওর মা বলে আমি তো এসব কিছুই জানিনা।
আঁখি টাকা পেল কোথা থেকে।গৌরব বলে মা আমার মনে হয় আমরা আঁখি সম্পর্কে যতটুকু জানি এর বাইরে অনেক কিছু আছে যেটা জানি না। মা তুমি কি কিছু জানো না। ওর মা তখন বলে দেখ আমি কিছু জানি না তো তবে এতটুকু জানি তোর বাবা এত ভালো মানুষ নয় যে তার অফিসের এক কর্মচারীর মেয়েকে নিয়ে এসে মানুষ করবে। এর পিছনে নিশ্চয়ই কোন কারণ আছে। আমার কি মনে হয় তোর ঠাম্মি কিছু জানলেও জানতে পারে। তারপর গৌরব ওখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি দেবা মাস্টারমশাই এর সাজে সাঁতা বাড়িতে এসেছে। ও গৌরবের ঘর খুজসিলো। তখন হঠাৎ করে গৌরব কে যেতে দেখে। ভালো করে দেখছিল গৌরব কোন দিকে যায় তখন হঠাৎ করে ওর ঘাড়ে পেছন থেকে কে যেন হাত দেয় । তখনো ঘুরে দেখে কালিপদ ওকে বলে মাস্টারমশাই আপনি এখানে কি করছেন। দেবা বলে আমি আমার ছাতাটা এখানে রেখে গেছিলাম তাই নিতে এসেছি। কালিপদ তখন বলে মাস্টার মশাই আমার কাছে কিছু ছাতা আছে আমি ওগুলো নিয়ে আসছি আপনি প্লিজ দেখবেন আপনার সাতা কোনটা। তারপর কালিপদ ওখান থেকে গেলে দেবা তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। এদিকে ঝিলিক ও ছাতা বাড়িতে চলে এসেছে। কালীপদ ছাতা নিয়ে এসে দেখে ওখানে মাস্টারমশাই নেই কিন্তু ঝিলিক আছে । কালিপদ বলেন ম্যাডাম এখানে মাস্টারমশাই ছিল উনি কোথায় গেল। ঝিলিক বলে উনি এখানে কি করে আসবেন। কালিপদ বলে ওনার ছাতাটা রেখে গেছেন তাই নিতে এসেছে দেখুন তো ওনার ছাতা কোনটা। ঝিলিক ওখান থেকে একটা ছাতা দেখিয়ে বলে যে এটা ওনার সাঁতা। আমাকে দিন আমি দিয়ে দেবো।
এদিকে গৌরব উপর থেকে তাকিয়ে দেখে দুজন মানুষ এখানে দাঁড়িয়ে গল্প করছে ছাতা মাথায় দিয়ে। গৌরব তখন নিচে এসে বলে তুমি এখানে কি করছো। একটু আগে তো ঠিক আমার সাথে রাগ দেখিয়ে চলে আসলে রাধা মাসির কাছে ঘুমাবে। ঝিলিক তখন বলে না আমি আপনার কাছে ঘুমোবো আপনি উপরে যান আমি আসছি। এরপর গৌরব উপরে গেলে ঝিলিক দেবা কে খুঁজে বের করে তারপর বলে কিরে তুই এখানে কেন আসছিস। দেবা তো ঝিলিক কে আঁখি মনে করে বলে কই দেখি হাতে নেলপালিশ আছে কোথায় রসুন তেল দিয়েছে তোমার। ঝিলিক তখন বলে আরে আমি ঝিলিক আখি নই। অন্যদিকে গৌরব ঘরে গিয়ে দেখে ঝিলিক এখনো ঘরে যায়নি। তাই ওভাবে নিশ্চয়ই মাসির ঘরে গিয়েছে তাই গৌরব আখি বলে ডাকতে ডাকতে রাধা মাসির রুম এর দিকে আসছিলো। তাড়াহুড়ো করে দেবা কে আখির রুমের ভিতর ঢুকিয়ে দেয় ঝিলিক । তারপর গৌরব ওখানে আসলে বলে তুমি এখানে দাঁড়িয়ে কি করছো। ঝিলিক বলে আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমিতো জানি আপনি আমাকে নিতে আসবেন তাই। তারপর বলে আপনি আমার হাতটা ধরুন। গৌরব বলে কেন। ঝিলিক তখন বলে আমাকে নিয়ে যাবেন না তাই। তারপর গৌরব ঝিলিক এর হাত ধরে নিয়ে যায়।
এদিকে দেবা আঁখি কে বলে তুমি আমাকে না বলে চলে এলে কিভাবে। কিসের টানে তুমি এখানে এসেছো। আঁখি তখন বলে আমার মায়ের টানে। দেবা বলে তোমার না মা-বাবা কেউ নেই। আখি বলে আমিও তাই জানতাম কিন্তু এখন জানতে পেরেছি আমার মা আছে। দিবা বলে প্লিজ মা-বাবা নিয়ে মিথ্যা কথা বলোনা। তেমন কিছু হলে তো ঝিলিক আমাকে বলতো। কিন্তু তোমার মা কোথায়। আঁখি তখন রাধা মাসিকে দেখিয়ে বলে ওই যে উনি আমার মা। দেবা বলে তোমার মা যদি নিজের মুখে বলে তারপরে আমি বিশ্বাস করবো। আঁখি তখন বলে আমার সেই ভাগ্য কখনো হবে না আমার মা কথা বলতে পারে না। এমনকি নড়াচড়াও করতে পারে না। আঁখি বলে তুমি যদি মিথ্যে মনে করো তাহলে তাই। আর তোমাকে বললে তুমি বিশ্বাস করবে না এজন্য ঝিলিক তোমাকে কিছু বলেনি। তারপর আঁখি দেবা কে ওই চেন আর ওর ছোটবেলার ছবি দুইটাই দেখায়। দেবা কে লকেট টা খুলে দেখতে বলে । দেবা লকেট টা খুলে দেখে রাধা মাসির ছবি ওই লকেটের ভেতরে আছে। আখি বলে আমার কাছে এই দুইটা ছাড়া আর কোন প্রমাণ নেই। এরপর যদি তুমি আমাকে চলে যেতে বলো তাহলে আমি এক্ষুনি তোমার সাথে চলে যাবো। আর মা যে বলছিল দুই ঝিলিক কে একসাথে দেখবে সেটা আর পূরণ হবে না। এবার বলো তুমি কি চাও।